সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • আগৈলঝাড়ায় পূর্বশত্রুতার জের ধরে ২ জনকে কুপিয়ে জখম

আগৈলঝাড়ায় পূর্বশত্রুতার জের ধরে ২ জনকে কুপিয়ে জখম

আগৈলঝাড়ায় পূর্বশত্রুতার জের ধরে ২ জনকে কুপিয়ে জখম

আগৈলঝাড়া (বরিশাল), ২২ নভেম্বর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় পূর্বশত্রুতার জের ধরে হামলা-সংঘর্ষে ২ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ও আহতসূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার খাজুরিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রানা মিয়া (১৭) ও চাঁদত্রিশিরা গ্রামের আজিজুল হক বাহাদুরের ছেলে ওমর বাহাদুর (২৫) ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে খাজুরিয়া মহিলা মাদ্রাসার সামনে এলে একই গ্রামের মাজেদ মিয়ার ছেলে হাবিব মিয়া, হারুন খন্দকার, মাওলা মিয়া ও রফিক খন্দকার পূর্বশত্রুতার জের ধরে হামলা চালায়।

এ সময় তাদের কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় রানা ও ওমরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আহতদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত