বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আগৈলঝাড়ায় এনজিও সমন্বয় পরিষদের নতুন কমিটি গঠন

আগৈলঝাড়ায় এনজিও সমন্বয় পরিষদের নতুন কমিটি গঠন

আগৈলঝাড়া (বরিশাল), ২২ নভেম্বর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় এনজিও সমন্বয় পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস)-র হলরুমে উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি ভিভিয়ান কল্যাণ সরকারের সভাপতিত্বে আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।

আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জসীম সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, কারিতাস বাংলাদেশের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী, আলোশিখা’র পরিচালক জেমস মৃদুল হালদার, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক বদিউল আলম বাবুল, এইচডিও পরিচালক কাজল দাশগুপ্ত প্রমুখ।

এ সময় বক্তারা আন্ত:সম্পর্ক উন্নয়ন ও জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ, মাদক ও বাল্যবিবাহসহ বিভিন্ন বিষয়ে করণীয় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে এনজিও সমন্বয় পরিষদের সদস্যদের সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়।

এতে কার্যকরী কমিটির সভাপতি পদে ভিভিয়ান কল্যাণ সরকার, সহ-সভাপতি পদে সিসিলিয়া পারুল মন্ডল, সাধারণ সম্পাদক পদে কাজল দাশগুপ্ত, কোষাধ্যক্ষ পদে বদিউল আলম বাবুল, নির্বাহী সদস্য পদে যথাক্রমে জিএম ফারুক, ফ্রান্সিস মিস্ত্রী ও সরোয়ার জান শাহ্ নির্বাচিত হয়েছেন।

পরে নতুন কার্যকরী কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত