![শ্রীমঙ্গলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/22/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_112258.jpg)
শ্রীমঙ্গল, ২২ নভেম্বর, এবিনিউজ : শ্রীমঙ্গলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের গোলগাঁও গ্রামে। আজ সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম শাহজাহান(২৬)। সে গোলগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে। শাহজাহান ঢাকা-সিলেট রুটের শ্যামলী পরিবহনের ড্রাইভার ছিল।
এ ঘটনায় বড় ভাই মো: আব্দুল কাদির (৩২) কে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শ্রীমঙ্গল থানা সুত্র জানায়, ঘটনার সংবাদ পেয়ে শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল, এস আই নুর হোসেন সংগীয় ফোর্স সহ ঘটনাস্হলে উপস্হিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করেন এবং ঘটনায় জড়িত অভিযোগে বড় ভাই মো: আব্দুল কাদিরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা