বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রাজবাড়ীতে অবাধে চলছে বালু খেকোদের অবৈধ বালু উত্তোলন

রাজবাড়ীতে অবাধে চলছে বালু খেকোদের অবৈধ বালু উত্তোলন

রাজবাড়ীতে অবাধে চলছে বালু খেকোদের অবৈধ বালু উত্তোলন

রাজবাড়ী, ২২ নভেম্বর, এবিনিউজ : রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলিপুর ১নং কলোনি রিফুজি পাড়ায় ২টি শ্যালো মেশিন দিয়ে অবৈধ ভাবে গত ১বছর যাবত বালু উত্তোলনের মহোৎসব চলছে। ফলে ৫০-৬০ টি বসতবাড়ি এবং ফসলি জমি হুমকির মুখে পড়েছে। যেকোনো মুহূর্তে উল্লিখিত ফসলি জমি গুলো বিলীন হয়ে যেতে পারে বালু খেকোদের করা দৃঘিতে।

জানা গেছে, আলিপুর ইউনিয়নের আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর ভাতিজাসহ গ্রামের কয়েক জন প্রভাবশালী ২টি শ্যালো মেশিন বসিয়ে অবাধে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ভয়ে প্রতিবাদ করতে পারছেন না। ওই স্থান থেকে প্রতিদিন ৪/৫ হাজার ঘনফুট বালু উত্তোলন করে থাকেন বালু উত্তোলনকারীরা। এ অবস্থায় ফসলি জমির স্বাভাবিক গতিপথ রোধ হলে বসতবাড়ি ও ফসলি জমি বিলীন হওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল। ইতোমধ্যেই বেশ কয়েকটি বাড়ি হুমকীর মুখে পড়েছে।

এলাকাবাসী চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলেও তার পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেয়ায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধতে পারে। এলাকাবাসী এবিষয়ে যে প্রশাসনের কাছে যেতে ও ভয় পাচ্ছে। রাজবাড়ীতে অবাধে চলছে বালু খেকোদের অবৈধ বালু উত্তোলন

এ ব্যাপারে বালু উত্তোলন কারী মোঃ আমিনুল ইসলাম (রাজিব)বলেন, আমি ৬বিঘা জমি কিনেছি আর সেই জমি থেকেই বালু উত্তোলন করছি।এ ব্যাপারে এলাকা বাসীর পক্ষ থেকে একাধীকবার বাধা দেওয়া হলেও তা মানেননি প্রভাশালী রাজিব।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ কৃষক মোঃ রহিম তালুকদার, মোঃ সালাম তফাদার ও মোঃ ইউনুস শেখ জানান, গত এক বছর যাবত এভাবেই চেয়ারম্যান শওকত আলীর ভাতিজা প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু উত্তলন করে বিক্রি করে আসছে কেউ বাধা দিলে তাকে মারধোর সহ হত্যার হুমকি দিচ্ছে।আমরা গরিব কৃষক খেটে খাওয়া মানুষ তাদের বিরুদ্ধে কিছু বলতে পারছি না।

তাই সচেতন মহল প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ বালু ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওকত আলীকে একাধীক বার মুঠোফোনে ফোন করলেও তিনি রিসিভ করেননি।

এবিএন/খন্দকার রিবউল ইসলাম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত