![হবিগঞ্জের লাখাইয়ে মানবতাবিরোধী মামলায় আটক ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/22/atok_112276.jpg)
হবিগঞ্জ, ২২ নভেম্বর, এবিনিউজ : হবিগঞ্জের লাখাইয়ে মানবতাবিরোধী মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- মুড়িয়াউক গ্রামের সুধিন মিয়ার ছেলে তাজুল ইসলাম (৭০) ও একই গ্রামের আশিক উল্লাহর ছেলে জাহিদ মিয়া (৭২)। পুলিশ আজ বুধবার ভোরে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে।
মুড়িয়াউক গ্রামের ইলিয়াছ কামাল বাদি হয়ে ২০১৫ সালের ৪ অক্টোবর বাদী হয়ে মোট ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।এই মামলাটি ৫ অক্টোবর আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যনালে প্রেরণ করা হয়। তারা রাজাকার শফিক উদ্দিনের সহযোগী ছিল।
এবিএন/মো: নুরুজ্জামান ভূইয়া/জসিম/রাজ্জাক