![কমিটির ১ বছর পূর্তিতে
রাজবাড়ীতে ছাত্রলীগের আনন্দ র্যালী ও আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/22/ame-lig-2_112278.jpg)
রাজবাড়ী, ২২ নভেম্বর, এবিনিউজ : রাজবাড়ী পৌর ও সদর উপজেলা ছাত্রলীগের কমিটির ১ বছর পর্দাপন করায় রাজবাড়ীতে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ শে নভেম্বর বিকাল ৪ টায় জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সহ সভাপতি সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি শাওন মিয়া টাইসন, সাধারণ সম্পাদক জালাল পাঠান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল ছালেহীন অপু, ছাত্রলীগ নেতা রুবেল বক্তব্য রাখেন। ছাত্রলীগ নেতারা সফলাতার সাথে এক বছর অতিক্রম করায় পৌর ও সদর উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীকে ধন্যবাদ প্রদান করেন।
ছাত্রলীগ এতিমদের সংগঠন উল্লেখ করে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীকে ধন্যবাদ প্রদান করেন। ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব বলেন, দেশের বিভিন্ন সময়ে ছাত্রলীগ পত্রিকার পাতায় খারাপ কাজের শিরোনাম হয়েছি কিন্তু রাজবাড়ী জেলার সকল ছাত্রলীগ সুনামের এগিয়ে যাচ্ছে।
তিনি এ সময় পৌর ও সদর উপজেলা ছাত্রলীগের প্রসংশা করে বলেন আপনারা আমাদের মুখ উজ্জল করেছেন। ছাত্রলীগে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক কাজী ইরাদত আলী ভূমিকা উল্লেখ করে ধন্যবাদ জ্ঞাপন করেন। রাজবাড়ীতে স্বরাষ্ট্র মন্ত্রীর আগমনের জন স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ছাত্রলীগ সভাপতি রাজীব বলেন আগামী নির্বাচনে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ নির্বচনের জয়লাভের জন্য অগ্রনী ভূমিকা পালন করতে হবে। বক্তব্য শেষে পৌর ও সদর থানা ছাত্রলীগের এক বছর পূর্তিতে কেক কেটে ১বছর উৎযাপন করেন।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/রাজ্জাক