বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নড়াইলে প্রতিবন্ধীদের সংবিধান সংশোধন কর্মশালা

নড়াইলে প্রতিবন্ধীদের সংবিধান সংশোধন কর্মশালা

নড়াইলে প্রতিবন্ধীদের সংবিধান সংশোধন কর্মশালা

নড়াইল, ২৩ নভেম্বর, এবিনিউজ : নড়াইলে প্রতিবন্ধী ব্যাক্তিদের সংবিধান সংশোধন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) দুপুরে শহরের দুর্গাপুরে ডিপিওডির কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদার।

নড়াইলে প্রতিবন্ধীদের সংবিধান সংশোধন কর্মশালাঅন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) প্রোগ্রাম শাখার সহ-সমন্বয়কারী মো. শামীমূল ইসলাম, ডিপিওডির সভাপতি মাহাবুব আলম ফকির, পরিচালক ছাব্বির হোসেন প্রমুখ। কর্মশালায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকের কাছে ‘নড়াইল ডিজঅ্যাবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলমেন্ট’ (ডিপিওডি) এর সংবিধানের ধারা-উপধারা, অফিস বাহকদের দায়-দায়িত্ব ও ক্ষমতা সংশোধনের সুপারিশ করা হয়।

নড়াইল ডিপিওডির আয়োজনে এবং বিপিকেএস ও জার্মানির ব্রেড ফর দ্যা ওয়ার্ডের সহযোগিতায় দু’দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার কর্মশালার উদ্বোধন করা হয়।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত