বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চরমোন্তাজ দ্বীপাঞ্চলে হত দরিদ্রদের মাঝে ভিজিটফ ও ভিজিডি চাল বিতরণ

চরমোন্তাজ দ্বীপাঞ্চলে হত দরিদ্রদের মাঝে ভিজিটফ ও ভিজিডি চাল বিতরণ

চরমোন্তাজ দ্বীপাঞ্চলে হত দরিদ্রদের মাঝে ভিজিটফ ও ভিজিডি চাল বিতরণ

পটুয়াখালী, ২৩ নভেম্বর, এবিনিউজ : "খাদ্য, বাসস্থান ও চিকিৎসা" নাগরিক রাষ্ট্রীয় অধিকার ও বর্তমান সরকার অঙ্গিকার, লক্ষ্যে দেশের প্রায় ৬৫ শতাংশ হত দরিদ্র ও স্বল্প আয়ের জনসাধারণের সহযোগীতায়, দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায় সরকার ভিজিডি ও ভিজিএপ নামের সুবিধা ভূগীর প্রকল্পিত ধারাবাহিকতায় পটুয়াখালী দক্ষিণাঞ্চলের রাংগাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে ২৯৮৭ জন সুবিধা ভূগীদের মাঝে আজ বৃহস্পতিবার ২৩ নভেম্বর ১৭ইং সকাল ৮টার পর থেকেই সারকারি চাল বিতরন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া।

সরজমিনে স্থানীয় প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা যায়, আবহাওয়াগত কারণে বিচ্ছিন্ন দ্বীপবাসী কাছে সরকার ভিজিএফ ও ভিজিডি দেরীতে পৌছালেও, তারা খুশি, যে সরকার তাদের কথা ভূলেনি। ভিজিডি ২৭৭ জন সুবিধাভোগীদের মাঝে ৩০ কেজি করে ২ মাসের ৬০ কেজী, ভিজিএফ ২৭২০ জন সুবিধা ভূগী জেলে পরিরের জন্য ২০ কেজি চাল নির্ধারণ হলে সুষ্ঠু ও অনিয়ম ছারাই আজ তা বিতরন হয়।

এ সময় উপস্থীত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) পটুয়াখালী জেলা শাখার সভাপতি এবং সাংবাদিক জলিলুর রহমান সোহেল, স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। চাল বিতরণে দু’একটা অনিয়মের কথা শুনাগেলেও বাস্তবোচিত তা খুঁজে পাওয়া যানি।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া প্রতিবেদককে জানান, সরকারী ত্রাণ বা চাল বিতরণে অনিয়ম ও অভিযোগের শেষ নেই, ১ শতাংশ ভাগ নিয়মাদি মানলেও দুষ্ট প্রকৃতিস্থ হতে হয়, এ ধরনের মনমানষিকতা থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন, আর না হয় আগামী ইতিহাস আমাদের ক্ষমা করবেনা বলে জানাব।

চরমোন্তাজ ইউনিয়নে চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতি'র বিষয়ে কোন অভিযোগ আছে কিনা, রাংগাবালী নব নিয়যুক্ত নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ আলিম উল্লাহ্ এর কাছে মুঠো ফোনে জানতে চাইলে তা জানা যায়নি।

এবিএন/জলিলুর রহমান সোহেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত