![কাউখালীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/23/tran_abnews_112361.jpg)
কাউখালী, ২৩ নভেম্বর, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রবিশস্য বীজ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুর উপ-পরিচালক মো. আবুল হোসেন তালুকদার এ বীজ বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, সহকারী কমিশনার (ভূমি) মাধবী রায়, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, মো. শামসুদ্দোহা চান, মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব লাল সরকার প্রমূখ।
শেষে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় উপজেলার ২৪২ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে খেসারী ডাল, ভুট্টা, মুগডাল ও বিটি বেগুন বীজ বিতরণ করা হয়।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি