![বাউফলে নিরাপত্তাহীনতায় নৈবাহীনির অফিসার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/23/baufal-map_112374.jpg)
বাউফল (পটুয়াখালী), ২৩ নভেম্বও, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলে কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের অবসর প্রাপ্ত নৈবাহীনির পেটি অফিসার সৎ ভাইদের ভয়ে নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানায়, বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের অবসর প্রাপ্ত নৈবাহীনির পেটি অফিসার মোঃ ফজলুল হক (৫৫) এর সৎ ভাই বোন হেমায়েত উদ্দিন গং সম্পত্তি দখল করে নেয়। এর প্রতিবাদ করলে মারধর সহ হত্যার হুমকি দেয়। হেমায়েত উদ্দিন গং দের ভয়ে এলাকা ছেড়ে বাউফল পৌর শহরে বসবাস করেন ফজলুল হক।
এ ঘটনায় স্থানীয়ভাবে মিমাংশার জন্য ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলুর কাছে গেলে উভয় পক্ষকে ডেকে স্থানীয়ভাবে মিমাংশার জন্য শালিস মনোনিত করেন। প্রতিপক্ষ হেমায়েত উদ্দিন গং শালিস অমান্য করিয়া সৎ ভাই ফজলুল হক গং দের বিরুদ্ধে মামলা করে প্রায় ২ একর সম্পত্তি দখল করে নিয়ে যায়।
বর্তমানে ফজলুল হক গংদের চাষাবাদের জন্য কোর জমিজমা না থাকায় মানবেতর অবস্থায় জীবন যাপন করিতেছেন। ফজলুল হক গং সম্পত্তি ভোগ দখলের জন্য গেলে তার সৎ ভাই হেমায়েত উদ্দিন গং ওই সম্পত্তির কাছে গেলে খুন যখম করিবে বলে হুমকি প্রদান করেন। বর্তমানে ফজলুল হক নিরাপত্তাহীনতায় রয়েছেন।
বাউফল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনাটি আমার জানানেই। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/এমসি