![আশুলিয়ায় পুলিশের রেশন বোঝাই ট্রাক ছিনতাই](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/23/police_112375.jpg)
সাভার, ২৩ নভেম্বর, এবিনিউজ : সাভারের আশুলিয়ায় চালক ও তার সহকারীকে হাত পা বেঁধে ফেলে দিয়ে পুলিশের রেশন বোঝাই ৩০০ বস্তা আটার ট্রাক নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে সাভারের আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডের কাছে ঢাকা আরিচা মহাসড়কে এ ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে। ট্রাকটি ৩০০ বস্তা আটা নিয়ে ঢাকা থেকে পাবনা পুলিশ লাইনে যাচ্ছিল।
আশুলিয়া থানার এসআই লোকমান হোসেন জানায়, পুলিশের রেশন বোঝাই ৩০০ বস্তা আটা নিয়ে ঢাকা থেকে পাবনা যাওয়ার পথে ঢাকা অারিচা মহাসড়কের সাভারের অাশুলিয়ার নবিনগরে ছিনতাইকারীরা চালক আসাদুল ইসলাম ও তার সহকারী আজিম হোসেনকে মারধর করে হাত পা বেঁধে আশুলিয়ার মরাগাং এলাকায় সড়কের পাশে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়।
পরে পথচারীদের সহায়তায় তারা থানায় আসে। ছিনতাই হওয়া ট্রাক ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। ছিনতাই হওয়া ট্রাকের চালক আসাদুল জানায়, রাতে ৩০০ বস্তা আটা নিয়ে পোস্তখোলা থেকে পাবনার উদ্দেশ্যে রওনা হই। ভোরে নবীনগর এলাকায় একটি ছোট মাহেন্দ্র ট্রাক দিয়ে আমাদের ট্রাকটি ব্যারিকেড দেয়। তখন অন্তত সাতজন লোক অস্ত্রের মুখে মারধর করে আমাদের ট্রাকটি ঢাকা মেট্রো ট (১৬ -৬৫৫৪) নিয়ে এবং হাত পা বেঁধে তাদের ট্রাকে উঠিয়ে আমাদের মরাগাং এলাকার সড়কের পাশে ফেলে যায়।
এ বিষয়ে পাবনা পুলিশ লাইনের মেস ম্যানেজার রেজাউল হোসেন জানায়, ঢাকা থেকে ট্রাকে করে পাবনা পুলিশ লাইনের রেশনের ৩০০ বস্তা আটা আসার কথা, কিন্তু সকালে জানতে পারি আটা ভর্তি ট্রাকটি ছিনতাই হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এবিএন/সোহেল রানা খান/জসিম/এমসি