![বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/24/rajbari-kormi-sova_112455.jpg)
রাজবাড়ী, ২৪ নভেম্বর, এবিনিউজ : বালিয়াকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ২৩ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে, স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলেন, আমারা যদি ১৬কোটি মানুষকে খাবার দিতে পারি তাহলে আরো ১০লক্ষ মানুষকেও দিতে পারবো সিমান্ত খুলে রোহিঙ্গাদের আসতে দাও। একেই বলে মানবতা একেই বলেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী ১আসনের সংবাদ সদস্য কাজী কেরামত আলী, সংরিক্ষত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নান মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামছুল আলম সূফী।
কর্মীসভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বালিয়াকান্দি উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেন।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/নির্ঝর