![কালুখালি থানা-মাহেন্দ্রপুর ফাড়িঁ ও ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/24/fair-sevice-udbodhon_112456.jpg)
রাজবাড়ী, ২৪ নভেম্বর, এবিনিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী কালুখালীতে নবনির্মিত মহেন্দ্রপুর পুলিশ ফাঁড়ি ভবন, কালুখালী থানা ভবন ও বালিয়াকান্দি উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করলেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় মাহেন্দ্রপুর ফাড়িঁ , সন্ধ্যায় কালুখালি থানা ভবন ও রাতে ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করেন মন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী ২আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী ১আসনের সংবাদ সদস্য কাজী কেরামত আলী, পুলিশের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম, রাজবাড়ী পুলিশ সুপার সালমা বেগম পিপিএম প্রমুখ।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/নির্ঝর