![বড়াইগ্রামে এস.এ পরিবহনের কাভার্ডভ্যানে আগুন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/24/abnews-24.bbbb_112472.jpg)
বড়াইগ্রাম (নাটোর) ২৪ নভেম্বর, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইরমাড়ি এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী এসএ পরিবহনের মালবাহি একটি কাভার্ডভ্যানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ওই দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে নাটোর, গুরুদাসপুর ও দয়রামপুর থেকে ফায়ার সার্ভিস কর্মকর্তারা এসে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নাটোর ফায়ার ষ্টেশানের সহকারী ফায়ার ষ্টেশান কর্মকর্তা (এসও) মহিউদ্দিন জানান, এসএ পরিবহনের একটি কাভ্যার্ডভ্যান (ঢাকা মেট্র উ ১৪-০১৬৯) রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইরমাড়ি ব্রীজ এলাকায় ইঞ্জিন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে নাটোর, গুরুদাসপুর ও দয়রামপুর থেকে ফায়ার সার্ভিসের তিনটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় অন্তত দুই কোটি টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও প্রায় ৪৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
এদিকে ওই কাভার্ডভ্যানের চালক সেলিম হোসেন (৪৫), সুপারভাইজার মেহেদী হাসান (৫০) ও সহকারী ফারুক আহম্মেদ (২০) আগুনের সূত্রপাতের সাথে একমত পোষণ করলেও ক্ষতির পরিমান নিয়ে ভিন্নমত পোষণ করেছেন। তাদের বর্ণণামতে অন্তত দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/তোহা