বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নরসিংদীর আমীরগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১

নরসিংদীর আমীরগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১

নরসিংদীর আমীরগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১

নরসিংদী, ২৪ নভেম্বর, এবিনিউজ : নরসিংদী আমীরগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে এক অজ্ঞাতনামা যুবকের মৃতু হয়েছে। আজ শুক্রবার আনুমানিক ১১ টার দিকে আমীরগঞ্জ নয়াহাটির এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। নরসিংদীর পুলিশ ফাঁড়ির দুপুর ১ টা দিকে লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে পেরন করে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানাযায়, আনুমানিক ১১ টার দিকে আমীরগঞ্জ নয়াহাটির এলাকায় রেলের পাশে ঝোপের উপড় তার লাশ দেখতে পায়। পরে রেলওয়ে ফাঁড়িতে খবর দেওয়া হয়। নরসিংদীর ষ্টেশনের রেলে হেড মেড এ আর এম মনসুর বলেন, আমি সকাল থেকে এখানে রেলের কাজ করছি। হঠাৎ রেলের পাশে ঝোপের উপড় তার লাশ দেখতে পায়। পরে রেলওয়ে ফাঁড়িতে খবর দেওয়া হয়। আমার ধারনা করছি সাড়ে ১০ থেকে ১১ মধ্যে ঢাকা গ্রামী উপকুল এক্সপেস এর ছাদ থেকে পড়ে যেতে পারে।

নরসিংদীর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহির আলী বলেন, আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে ঘটনার স্থলে তার মৃত্যু হয়। তার পরিচয় পাওয়া যায়নি তবে তার কাছ থেকে একটি বার ফোন স্যামসাং মোবাইল পাওয়া গেছে। মোবাইলের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করা যাবে।

এবিএন/সুমন রায়/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত