সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩১
logo

লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কাউখালীর কারিগররা

লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কাউখালীর কারিগররা

কাউখালী, ২৪ নভেম্বর, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে শীত পড়তে শুরু করেছে। সন্ধ্যা বাড়ার সাথে সাথে শীতের তীব্রতাও বাড়তে থাকে। তাই শীতে উষ্ণতা ছড়াতে লেপের জুড়ি নেই। আশ্বিনের শেষে কার্তিকের আগমনে পিরোজপুর জেলার সর্বত্র চলছে শীতকে বরণের প্রস্তুতি। লেপ-তোষকের দোকানে এখন চলছে লেপ বানানোর ধুম। ফলে ব্যস্ত হয়ে পড়েছে কারিগররা।

জলবায়ূ পরিবর্তনের কারণে আশ্বিনে শিন শিন করা ভাব প্রকৃতিতে এখনো না এলেও কার্তিকের শুরুতেই শুরু হয়ে গেছে শীতে ব্যবহার্য লেপ বানানো। লেপ- তোষকের কারিগররা এখন তাই ব্যস্ত লেপ বানানোর কাজে। শীতের হাত থেকে বাঁচতে আবহমানকাল থেকে চলে আসা লেপ তৈরি করা হচ্ছে। লাল কাপড়ে তুলা ভরিয়ে সেলাইয়ে ব্যস্ত এখন লেপের কারিগররা।

মৌসুমী ব্যবসায়ীরা রেডিমেট লেপ- তোষক তৈরি করে গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করছেন। কাউখালী উপজেলার বাজারের কারিগর মোঃ জয়নাল জানান, প্রায় ২০দিন ধরে চলছে লেপ বানানোর কাজ। এই কাজ চলবে পুরো শীত জুড়ে। তবে বর্তমান তুলার বাজার চড়া হওয়ায় লেপের খরচ বেড়ে গেছে বলে তিনি জানান। অভাবী ও দরিদ্র পরিবারের লোকজন পুরানো কাঁথা সেলাই করে গায়ে চড়াচ্ছেন।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত