
বাগেরহাট, ২৪ নভেম্বর, এবিনিউজ : আন্তর্জাতিক খ্যাতিমান ও ভারতের সেরা চারণ কবি অসীম কুমার সরকার আগামীকাল শনিবার বাগেরহাটের চিতলমারীতে আসছেন। এখানে তিনি শনিবার বিকাল ৫ টায় মুক্তবাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ও ২৭ নভেম্বর (সোমবার) চরবানিয়ারী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কবি গান পরিবেশ করবেন। তার আগমন উপলক্ষে দু’টি মাঠে ও চারিদিকে ব্যপক সাজসজ্জা করা হয়েছে। সেই সাথে তার আসার বার্তায় আনন্দে উৎফুল্ল এতদাঞ্চলের হাজার হাজার কবি গান ভক্ত মানুষ।
উপজেলা আওয়ামী লীগ সদস্য ও প্রভাষক প্রদীপ কুমার মন্ডল জানান, ফকিরহাট-মোল্লাহাট ও চিতলমারীতে চারণ কবি অসীম কুমার সরকারের হাজার হাজার ভক্ত ও শ্রোতা রয়েছে। তাদের আগ্রহ ও অনুরোধে এ কবি গানের আয়োজন করা হয়েছে। আর এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছেন ভারতের বনগাঁ’র তৃর্ণমূল কংগ্রেস নেতা ধ্যানেশ নারায়ন গুহ।
এ ব্যাপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল সরকার জানান, কবি অসীম কুমার সরকারের আগমন উপলক্ষে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এবিএন/এস এস সাগর/জসিম/রাজ্জাক