![আড়াইহাজারে ৭ মার্চের ভাষণের আনন্দ শোভাযাত্রা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/25/rally_abnews_112554.jpg)
আড়াইহাজার, ২৫ নভেম্বর, এবিনিউজ : জাতির জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো বিশ^ প্রামাণ্য ঐতিহ্য (ওর্য়াল্ড ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দেওয়ায় সারাদেশের মতো নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু, উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খান, উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, আড়াইহাজার পৌরসভার মেয়র হাবিবুর রহমান, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া।
আরও উপস্থিত ছিলেন থানা এলজিইডির প্রকৌশলী নাশির উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিব ইসমাইলসহ উপজেলার ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী আনন্দ এ শোভাযাত্রায় অংশ নেয়।
এবিএন/হাকিম ভূঁইয়া/জসিম/এমসি