শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রাজবাড়ীতে আনন্দ শোভাযাত্রা

রাজবাড়ীতে আনন্দ শোভাযাত্রা

রাজবাড়ী, ২৫ নভেম্বর, এবিনিউজ : বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মহা নায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার-এ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্বপ্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করায় এ অসামান্য অর্জনকে যথাযোগ্যভাবে উদযাপনের লক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে শোভা যাত্রা বের করা হয়।

আজ শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বন্যার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে রাজবাড়ী শহর প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন্নাহার চৌধুরী লাভলী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড: একেএম আজাদুর রহমান, পৌর মেয়র মহম্মদ আলী, রাজবাড়ী পুলিশ সুপার সালমা বেগম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক রেবেকা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

তাছাড়াও বিভিন্ন স্কুল এর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত