![হবিগঞ্জে আনন্দ শোভাযাত্রা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/25/picture-64731_112614.jpg)
হবিগঞ্জ, ২৫ নভেম্বর, এবিনিউজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ আর্ন্তজাতিক স্বীকৃতিলাভ করায় হবিগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন স্থানে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আজ শনিবার সকালে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গন থেকে বিশাল শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে নিমতলায় এসে শেষ হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে বিশাল র্যালীতে অংশ নেন নারী সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া, জেলা প্রশাসক মনীষ চাকমা,পুলিশ সুপার বিধান ত্রিপুরা, স্থানীয় সরকারে উপপরিচালক সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাবেল,অতিরিক্ত পুলিশ সুপার আসম শামসুর রহমান ভ’ইয়া, সাবেক পৌর চেয়াম্যান শহীদ উদ্দিন চৌধুরী,নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, সাবেক জেলা মুিক্তযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, পৌর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু প্রমূখ।
এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।এছাড়া রচনা, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যান্য উপজেলাতেও অনুষ্ঠানর আয়োজন করা হয়।
এবিএন/মো: নুরুজ্জামান ভূইয়া/জসিম/রাজ্জাক