![কুলাউড়ায় দুই যুবকের লাশ উদ্বার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/25/lash11_112618.jpg)
কুলাউড়া (মৌলভীবাজার), ২৫ নভেম্বর, এবিনিউজ : মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক দুটি ঘটনায় ২ যুবকের লাশ উদ্বার করেছে পুলিশ। পুলিশ জানা জানায়, আজ শনিবার বিকেল ২ টায় উপজেলার সদর ইউনিয়নের গাজিপুর গ্রামের সোহাগ মিয়ার পুত্র কামাল মিয়া(৩০) একই গ্রামের সঞ্জয় দাসের বাড়িতে গাছ কাটতে গিয়ে ডাল ভেংগে নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়।
অপরদিকে শনিবার দুপুর ১ টায় গাজিপুর চা বাগানের মতাইর মিয়ার পুত্র সাইদুল(১৩) নিজ ঘরে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে। পুলিশ খবর পেয়ে লাশ দুটি উদ্বার করে লাশ কুলাউড়া থানায় নিয়ে আসে এবং লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে।
এব্যাপারে কুলাউড়া থানার ওসি(তদন্ত) বিনয় ভুষন রায় জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
এবিএন/ময়নুল হক পবন/জসিম/রাজ্জাক