![বন্দরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/25/narayngoang_abnews24_112624.jpg)
বন্দর, ২৫ নভেম্বর, এবিনিউজ : বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার সকাল ১১ টায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার-এ অর্ন্তভূক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য স্বীকৃতি লাভের অসামন্য অর্জন উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা বের করেছে।
হাজার হাজার শিক্ষার্থী, নারী-পুরুষ, সরকারি কর্মকর্তা, বন্দর প্রেসক্লাবের সাংবাদিক, আনসার-ভিডিপির সদস্য, পূজা কমিটির নেতৃবৃন্দ, ও রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে বন্দর প্রেসক্লাব হয়ে কদম রসুল কলেজে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শোভাযাত্রা শেষ হয়। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারীর নেতৃত্বে আনন্দ শেভাযাত্রায় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিনা শবনম, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম এ রশিদ, জেলা জাতদীয়পার্টির সভাপতি আলহাজ্ব আবুল জাহের, বন্দর থানার ওসি আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন, বন্দর প্রেসক্লাবের সহ সভাপতি কবির হোসেন, মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সালাম, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল কাদের, মহানগর আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবির মৃধা, কাজী সহিদ, মহিলালীগ নেত্রী ইশরাত জাহান খান স্মৃতি প্রমুখ।
আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বন্দর শাখার নেতা শ্যামল দাসের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের লোকজন ও বন্দর মেরিন টেকনোলজীর প্রিন্সিপাল প্রকৌশলী সোছা: শরিফা সুলতানার নেতৃত্বে মেরিন শিক্ষার্থী ও প্রশিক্ষকরা আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।
এবিএন/নাসির উদ্দিন/জসিম/রাজ্জাক