শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • জাতির পিতার বজ্রকন্ঠের বিশ্ব স্বীকৃতিতে কলাপাড়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

জাতির পিতার বজ্রকন্ঠের বিশ্ব স্বীকৃতিতে কলাপাড়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

জাতির পিতার বজ্রকন্ঠের বিশ্ব স্বীকৃতিতে কলাপাড়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কলাপাড়া (পটুয়াখালী), ২৫ নভেম্বর, এবিনিউজ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষন এর বিশ্ব স্বীকৃতিতে সারাদেশের মত কলাপাড়া উৎসব মুখর হয়ে ওঠে। আজ শনিবার সকালে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার বের হয় পৌরশহরে। উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে এ শোভাযাত্রার সূচনা হয়।

পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। দিবসটি উদযাপনে চিত্রাঙ্কন, ছড়া, কবিতা, রচনা প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবিএন/তুষার হালদার/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত