কলাপাড়া (পটুয়াখালী), ২৫ নভেম্বর, এবিনিউজ : কলাপাড়ায় পানিতে ডুবে সুবর্না (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ফুলবুনিয়া গ্রামের মো. সোহেল মোড়লের মেয়ে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে খেলা করার সময় সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। এরপর পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এবিএন/তুষার হালদার/জসিম/রাজ্জাক