শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া শিবপুরে আনন্দ শোভাযাত্রা

৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া শিবপুরে আনন্দ শোভাযাত্রা

৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া শিবপুরে আনন্দ শোভাযাত্রা

শিবপুর (নরসিংদী) , ২৬ নভেম্বর, এবিনিউজ : নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরী অব দ্য ওর্য়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এর অন্তভুক্তির মাধ্যমে বিশ্বপ্রমাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য র্অজন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া শিবপুরে আনন্দ শোভাযাত্রা

সকাল ১০টায় শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা, উপজেলা বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুস্পস্তবক অর্পণ শেষে শিবপুর পৌর শহরে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়। বাদ্বের তালে তালে “জয় বাংলা বাংলার জয়” সুরের ধনিতে মূখরিত হয়ে উঠে। উপজেলার রাস্তাগুলোর দুই পাশে দাঁিড়য়ে হাজার হাজার শিক্ষার্থী ও জনতা এই আনন্দ শোভাযাত্রাকে স্বগত জানায়।৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া শিবপুরে আনন্দ শোভাযাত্রা

শিবপুর পৌর শহরে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহন করেন স্থানীয় এমপি সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধা, উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়, সাবেক এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খান, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সৈয়দুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভঁইয়া রাখিল, পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: খোকন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো: ফারুক খান, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন স্বপন, উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার আ: মোতালীব খান, মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন ভূঁইয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি তাপসী রাবেয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ ভূঁইয়া, রিফাত রাখিলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগ। ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া শিবপুরে আনন্দ শোভাযাত্রা

আনন্দ শোভাযাত্রাটি শেষে শিবপুর উপজেলা পরিষদ মাঠে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন । এছাড়াও শিবপুর উপজেলা মিলনায়তনে জাতির পিতার ৭ মার্চরে ১৮ মিনিটের ভাষনটি প্রজেক্টররে মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপভোগ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি বিপ্লব চক্রবর্তী।

এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/নির্ঝর

৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া শিবপুরে আনন্দ শোভাযাত্রা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত