![শ্রীমঙ্গলে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/26/abnews-24.bb_112687.jpg)
শ্রীমঙ্গল, ২৬ নভেম্বর, এবিনিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলের ব্যানারে দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের প্রানকেন্দ্র চৌমুহনা চত্বরে এই মানববন্ধন কর্মসুচি পালন করে দলিত জনগোষ্ঠীরা।
পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত ছাত্র-ছাত্রীদের ভর্তি কোটা প্রবর্তন ও বাস্তবায়নের দাবিতে প্রায় শতাধিক নারী পুরুষ মানববন্ধনে অংশ নেয়। মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট আয়োজিত ও নাগরিক উদ্যেগ এর সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সুনীল কুমার মৃধা, পরিমল সিং বাড়াইক, সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা