শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নরসিংদীর ২ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ মিছিল

নরসিংদীর ২ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ মিছিল

নরসিংদীর ২ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ মিছিল

নরসিংদী, ২৬ নভেম্বর, এবিনিউজ : বিসিআইসি নিয়ন্ত্রনাধীন ঘোড়াশাল ও পলাশ সারকারখানায় গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে শ্রমিকরা। আজ রবিবার সকাল থেকে কারখানার সিবিএ’র উদ্যোগে কারখানার অভ্যন্তরে মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ প্রতিবাদ সভা করেছে ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সারকারখানার শ্রমিক নেতারা।

এসময় ঘোড়াশাল ইউরিয়া সারকারখানার সিবি এ সভাপতি আমিনুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পলাশ সার কারখানার সিবিএ সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক ইসরাইল আলী মন্ডলসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা এসময় বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবছরের ১৭ মার্চ থেকে বিসিআইসি নিয়ন্ত্রনাধীন দেশের সারকারখানাগুলোতে গ্যাস সংযোগ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও গ্যাস সংযোগ না দেওয়ায় একদিকে কারখানার মূল্যমান যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, অপরদিকে কারখানার বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ শ্রমিক কর্মচারীরা। অবিলম্বে কারখানা দুটোতে গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানায় শ্রকিক-কর্মচারীরা।

এবিএন/সুমন রায়/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত