
ঝালকাঠি, ২৬ নভেম্বর, এবিনিউজ : ঝালকাঠি জেলা শহরের প্রধান বাস টার্মিনাল, মসজিদ, মাদ্রসা ও বসত বাড়ী পৌর এলাকার ২ ও ৩নং ওয়ার্ডের বিস্তৃর্ন এলাকাসহ অসংখ্য স্থাপনা নদী ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে ভাঙন কবলিত এলাকাবাসী।
আজ রবিবার সকালে ঝালকাঠি বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সহস্রাধিক এলাকাবাসী। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন, পৌর কাউন্সিলর দুলাল হোসেন, ব্যাবসায়ী নজরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা জামাল হোসেন মিঠু, ইলিয়াস খান, শফিকুল ইসলাম বাবুল, ফরিদ হোসেন, হাসিনা বেগম ও রিয়াজ মুন্সি প্রমূখ।
বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে সদর উপজেলার গুরুধাম ব্রীজ হতে সুতালরী ব্রীজ এলাকার বসত ঘর, ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বর্তমানে সুগন্ধার তীব্র ভাঙনের মুখে পড়েছে এলাকার ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রসা ও বসত বাড়ীসহ অসংখ্য স্থাপনা।
ভাঙ্গন ঠেকাতে দ্রত প্রশাসনের পদক্ষেপের দাবি জানানো হয়। কর্মসূচি শেষে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/এমসি