দৌলতপুর (কুষ্টিয়া), ২৬ নভেম্বর, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে গতকাল শনিবার সন্ধ্যায় মথুরাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা মহিষকুন্ডি-কুষ্টিয়া সড়কের মহিষকুন্ডি কলেজ সংলগ্ন এলাকায় কুষ্টিয়া গামী একটি মিনিবাস তল্লাশী করে উপজেলার স্বরুপপুর গ্রামের রিয়াজ আলীর ছেলে লিখন (২২) ও একই গ্রামের জহির উদ্ধিন জটুর ছেলে মাসুদ (২৩) কে আটক করে। এরপর তাদের তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, গ্রেফতারকৃতরা অস্ত্র কেনা বেচার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
এবিএন/জহুরুল হক/জসিম/তোহা