শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সাভারে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

সাভারে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

‌সাভার, ২৬ নভেম্বর, এবিনিউজ : সাভারে অজ্ঞাতপরিচয় (৩২) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ নভেম্বর) দুপু‌রে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাভার থানা পুলিশ জানায়, রোববার ভোর রা‌তের দি‌কে আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় ব্রিজের নিচে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে দুপু‌রের দি‌কে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সাভার মডেল থানার উপ পরির্দশক (এসআই) নুরুল মিয়া ঘটনার সত্বত্যা স্বীকার ক‌রে জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দা‌য়ে‌রের প্রস্তুতি চলছে।

এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত