শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কাউখালীর আত্মপ্রচার বিমুখ এক শিক্ষানুরাগী আমিনুর রশীদ মিল্টন

কাউখালীর আত্মপ্রচার বিমুখ এক শিক্ষানুরাগী আমিনুর রশীদ মিল্টন

কাউখালীর আত্মপ্রচার বিমুখ এক শিক্ষানুরাগী আমিনুর রশীদ মিল্টন

কাউখালী, ২৬ নভেম্বর, এবিনিউজ : কোমলমতি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের প্রান্তিক যোগ্যতা থেকে শুরু করে বাস্তবমুখী শিক্ষাদানে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে নিরলসভাবে সমাজের কিছু আত্মপ্রচার বিমুখ মানুষ কাজ করে থাকেন। যারা প্রচার করে নয় কাজ করেই আনন্দের তৃপ্তি পায় নির্জন নিরালায়। এরকম একজন শিক্ষানুরাগী আত্মপ্রচার বিমুখ সফল জনপ্রতিনিধি আমিনুর রশীদ মিল্টন। যিনি ছাত্রজীবন থেকেই শিক্ষা, শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ছিলেন যথাযথ।

যে কারণে তিনি শিক্ষাবিদ মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ, অসংখ্য বিজ্ঞজনসহ সকল শ্রেণিপেশার মানুষের প্রিয় মানুষ হয়ে উঠছেন। যার ফলে মিল্টন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা দ্বিতীয় বারেও বিপুল ভোটে (বর্তমান) নির্বাচিত হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এই জনপ্রিয় চেয়ারম্যান শুধু শিক্ষানুরাগীই নন, একজন দূরদর্শী রাজনৈতিক নেতা, সংগঠক ও সফল জনপ্রতিনিধিও বটে। তার কর্মগুণে তিনি একাধিক স্বর্ণপদক, জাতীয় পদক ও রাষ্ট্রীয় পদক পেয়েছেন। সরকারি খরচে ভ্রমণ করেছেন বেশকিছু রাষ্ট্রও।

সম্প্রতি কোমলমতি শিশু শিক্ষার্থীদের আরো আগ্রহী, কৌতুহলী ও মনোযোগী করে শিক্ষাদানের জন্য এ বছরের প্রথম দিকে কাউখালী শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত করেছেন ডিজিটাল পদ্ধতির ব্যবহারে আধুনিক শিক্ষাদানের যুগপোযোগী প্রতিষ্ঠান “এ এন্ড কে প্রি ক্যাডেট, স্কুল এন্ড কলেজ”। যাহা ৩১ জানুয়ারী ২০১৭ তারিখ শুভ উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক মোঃ খাইরুল আলম শেখ। স্থানীয় শিশু বিশেষজ্ঞ শিক্ষাবিদ, ও শিক্ষানুরাগী বিজ্ঞজন নিয়ে গঠন করা হয়েছে এ প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ। পাশাপাশি এখানে রয়েছে উচ্চ শিক্ষিত শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী। যাদের নিরলস প্রচেষ্টায় নিবিড় পর্যবেক্ষণ এবং আন্তরিকতায় শিক্ষার্থীদের দৈনন্দিন পাঠ মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে ক্লাসেই আদায় করে নেওয়া হয়। যাহা ইতিমধ্যে অভিভাবক এবং সুধী মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।

শিশুর অপার বিস্ময়বোধ, অসীম কৌতুহল, অফুরন্ত আনন্দ ও উদ্যমের মতো মানবিক বৃত্তির সুষ্ঠু বিকাশ সাধনের মৌল পটভূমিতে, শিক্ষাবান্ধব এ সরকারের প্রধান সহায়কের হয়ে কাজ করছেন তিনি। আমিনুর রশীদ মিল্টন শিক্ষানুরাগীর দায়িত্ব পালনের পাশাপাশি দেশ গড়ার কাজে নিজ কর্মগুণে সুপরিচিত হবেন স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে। অবিরাম সুনাম ছড়িয়ে পড়বে ৬৪ হাজার বর্গমাইল জুড়ে। এ আশা স্থানীয় সুশীল সমাজের।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত