শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সিদ্ধিরগঞ্জে হিরাঝিল ফার্নিচার মার্কেটে অগ্নিকান্ড

সিদ্ধিরগঞ্জে হিরাঝিল ফার্নিচার মার্কেটে অগ্নিকান্ড

সিদ্ধিরগঞ্জে হিরাঝিল ফার্নিচার মার্কেটে অগ্নিকান্ড

সিদ্ধিরগঞ্জ (নারায়নগঞ্জ), ২৭ নভেম্বর, এবিনিউজ : সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার ডিএনডি খালের উপর অবৈধ ভাবে গড়ে উঠা ফার্নিচার মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাত ১০ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৭টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিস এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগন নিয়ন্ত্রন করে। অবৈধ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করেছেন ধমকল বাহিনীর লোকজন। আগুনে মোবাইলের দোকান, কাপড়ের দোকান, ফার্নিচার, হোটেল ও চায়ের দোকানসহ ৭টি দোকান পুড়ে যায়। আগুনে পুড়ে কয়েক লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে মালিকদের দাবি। ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার ফখর উদ্দিন জানায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।

এবিএন/সোহেল রানা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত