![নীলফামারী সৈয়দপুরে নৈশ কোচের ধাক্কায় মহিলা শ্রমিক নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/27/abnews-24.bbbbbbbbbbbbb_112780.jpg)
নীলফামারী, ২৭ নভেম্বর, এবিনিউজ : নীলফামারীর সৈয়দপুরে মর্জিনা বেগম(৩৫) নামে এক নারী শ্রমিক নৈশ কোচের ধাক্কায় নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ভ্যান চালক স্বামী নিয়ামুল। গতকাল রবিবার রাত ১১টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলী বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মর্জিনা তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়ার নিয়ামুল হকের স্ত্রী। সে সৈয়দপুর কামারপুকুর ইউনিয়নের রানু এগ্রো ফ্যাক্টরীর মহিলা শ্রমিক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ফ্যাক্টরীতে কাজ সেরে ভ্যানে চড়ে বাড়ি ফিরছিল মর্জিনা। চিকলী বাজারে ঢাকাগামী একটি নৈশ কোচ ভ্যানটিকে ধাক্কা দিলে সে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহেল বাকী দুর্ঘটনায় নিহতের বিষয়টি স্বীকার করে বলেন,ঠাকুরগাও থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি কোচ(ঢাকা মেট্রো-ব-১৪-৪৪-৪৬) পিছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানে থাকা নারী শ্রমিক ছিটকে পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার ভ্যান চালক স্বামী গুরুতর আহত হয়।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা