![পাকুন্দিয়ায় নিখোঁজ যুবকের লাশ ময়মনসিংহে উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/27/abnews-24.bbbbbbbbbbbbbbbb_112785.jpg)
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ), ২৭ নভেম্বর, এবিনিউজ : কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর সুমন মিয়া (২০) নামে এক যুবকের লাশ পার্শ্ববর্তী ময়মনসিংহের পাগলায় পাওয়া গেছে। গতকাল রবিবার বিকালে পাগলা থানা এলাকার ব্রহ্মপুত্র নদের চরে অজ্ঞাত অবস্থায় সুমনের লাশ উদ্ধার করে পাগলা থানা পুলিশ। পরে ফেসবুকে নিহতের ছবি দেখে স্বজনরা লাশ সনাক্ত করেন। নিহত সুমন মিয়া পাকুন্দিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের দরদরা এলাকার লীল মিয়ার ছেলে। সে সম্প্রতি দরদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে নিয়োগ পেয়েছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে খাওয়ার পর বাড়ির বাইরে বেরিয়ে সুমন নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পরও তার আর কোন সন্ধান পাননি স্বজনেরা। রোববার বিকালে পাগলা থানা এলাকায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের ছবিসহ পোস্ট ফেসবুকে দেখে নিহতের স্বজনেরা লাশটি সুমনের বলে সনাক্ত করেন। নিহতের চাচা পাকুন্দিয়া পৌরসদর বাজার কমিটির সভাপতি ওমর ফারুক মজলিশও লাশটি সুমনের বলে নিশ্চিত করেছেন।
এবিএন/শরীফ আহম্মেদ/জসিম/তোহা