![দৌলতপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/27/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_112813.jpg)
দৌলতপুর (কুষ্টিয়া), ২৭ নভেম্বর, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুরে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল হোসেন দবির, ওসি শাহ দারা খান, সাংবাদিক এম এস শাহীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল, মুক্তিযোদ্ধা কাওসার আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এনজিও প্রতিনিধি সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে বলে জানানো হয়। এছাড়া ৮ ডিসেম্বর দৌলতপুর মুক্ত দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এবিএন/জহুরুল হক/জসিম/তোহা