বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতিতে ত্রিপুরায় বাউল উৎসব

বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতিতে ত্রিপুরায় বাউল উৎসব

বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতিতে ত্রিপুরায় বাউল উৎসব

ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া), ২৭ নভেম্বর, এবিনিউজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসাবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় ত্রিপুরা রাজ্যের আগরতলায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষ আলোচনা ও বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনের উদ্যোগে গতকাল রবিবার রাতে রাজ্যের রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এ উৎসবের আয়োজন করা হয়। বাংলাদেশ সহকারী হাইকমিশন ত্রিপুরায় বাউল উৎসব-২০১৭ বিশেষ সম্মাননা স্নারক পেয়েছেন দৈনিক যুগান্তরের আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশু। ত্রিপুরা রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকার শ্রী পবিত্র কর প্রধান অতিথি হিসাবে মহিউদ্দিন মিশুর হাতে এ সম্মাননা স্নারক তুলে দেন।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয়ক পরিষদের প্রশিক্ষণ সম্পাদক আহসানউল্লাহ তমালের উপস্থপনায় বাউল উৎসবে কুষ্টিয়ার লালন একাডেমির বেগম কাঙ্গালিনী সুফিয়া, আব্দুল কুদ্দুস, শেখ জামাল উদ্দিন টুনটুন, শিরিন সুলতানা, ফরিদা ইয়াসমিন, শিরীনা আক্তার, আব্দুল কুদ্দুস আলী, সেলিম হক এবং সিলেট সুনামগঞ্জের দেবদাস চৌধুরি রঞ্জন, হাবিবুর রহমান, অমিত বর্মণ সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার পবিত্র কর ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাইকমিশন মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন, হাইকমিশনের ফাষ্ট সেক্রেটারী মো. মনিরুজ্জামান, সেকেন্ড সেক্রেটারী মো. ইকবাল হোসেন, এবিনিউজটুয়েন্টিফোরডটকম এর আখাউড়া প্রতিনিধি সাংবাদিক হান্নান খাদেম প্রমুখ। পরে অতিথিদের সম্মানে সহকারী হাইকমিশন দূতাবাসে নৈশভোজের আয়োজন করা হয়।

এবিএন/হান্নান খাদেম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত