শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানকে আদালতের শোকজ

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানকে আদালতের শোকজ

কলাপাড়া (পটুয়াখালী), ২৭ নভেম্বর, এবিনিউজ : আদালতের নির্দেশ পালনে গাফেলতির কারনে উপজেলার চাকামইয়া ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা মো: হুমায়ুন কবির কেরামত কে স্ব-শরীরে আদালতে উপস্থিত হয়ে কারন দর্শাতে বলেছেন বিজ্ঞ আদালত। রবিবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামানের আদালত এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার চাকামইয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামের আ: রাজ্জাক গাজী একই ইউনিয়নের মজিবর ফকির, মানিক ফকির সহ ২১ জনের বিরুদ্ধে বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৬ জানুয়ারী ২০১৬ একটি নালিশী মামলা করেন। বিজ্ঞ আদালত মামলার অভিযাগের বিষয়ে চাকামইয়া ইউপি চেয়ারম্যান মো: হুমায়ুন কবির কেরামতকে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। এরপর একবছরে ১১টি তারিখ অতিক্রম হওয়ার পরও ওই ইউপি চেয়ারম্যান আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেননি। বিষয়টি রবিবার বাদী পক্ষের আইনজীবি অ্যাড. নাথুরাম ভৌমিক আদালতের নজরে আনলে বিজ্ঞ আদালত মামলার তদন্তকারী কর্মকর্তা চাকামইয়া ইউপি চেয়ারম্যান মো: হুমায়ুন কবির কেরামতকে স্ব-শরীরে আদালতে উপস্থিত হয়ে কারন দর্শানোর আদেশ প্রদান করেন।

এবিএন/তুষার হালদার/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত