সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • দৌলতপুরে করে সরকারী জমিতে চলছে ইটভাটার কর্মযজ্ঞ!
আদালতের নির্দেশ অমান্য

দৌলতপুরে করে সরকারী জমিতে চলছে ইটভাটার কর্মযজ্ঞ!

দৌলতপুরে করে সরকারী জমিতে চলছে ইটভাটার কর্মযজ্ঞ!

দৌলতপুর (কুষ্টিয়া), ২৮ নভেম্বর, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুরে আদালতের নির্দেশনা অগ্রাহ্য করে সরকারী জমিতে ইটভাটা স্থাপন করে কর্মযজ্ঞ চালাচ্ছেন এক নজরুল ইসলাম নামে এক বিএনপি নেতা। স্থানীয়রা জানায়, প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে ইটভাটা চালানো হচ্ছে।

প্রাপ্ত তথ্যে জানাযায়, উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ৭৮নং সোনাইকান্দি মৌজার ৮৮ ও ১নং খতিয়ানভুক্ত ১৩১, ২৬৩ ও ২৬৭ দাগের ৬ একর ৫৬ শতাংশ জমির উপর হরিণগাছি গ্রামের হযরত আলীর ছেলে উপজেলা বিএনপি‘র প্রভাবশালী নেতা নজরুল ইসলাম অবৈধভাবে ইটভাটা স্থাপন করেছে।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের পক্ষে অবৈধভাবে স্থাপন করা সরকারী জমিতে ইটভাটা উচ্ছেদ করে সরকারী জমি উদ্ধারের জন্য আব্দুল জলিল খান ২০১৬ সালের ২৯ ডিসেম্বর জেলা প্রশাসক এর নিকট আবেদন করে।

বিষয়টি তদন্ত করে সরকারী সম্পত্তিতে ইটভাটা স্থাপন করার বিষয়টি প্রমাণিত হওয়ায় চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী জেলা প্রশাসকের কার্যালয় থেকে ০০.০০০. ৫০০০.০০৫.৪৭.০২৬.১৬-৬৯ (যুক্ত) স্বারকে জেলা প্রশাসকের নির্দেশক্রমে সোনাইকান্দি মৌজার ৮৮ খতিয়ানের ১৩১,২৬৩, ও ২৬৭ দাগের ৬ একর ৫৬ শতাংশ জমির মধ্যে ৩ একর ২২ শতাংশ অর্পিত সম্পত্তি সরকারী দখল গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়। ঐ অর্পিত সম্পত্তি দখলগ্রহণ নিশ্চিত পুর্বক ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট পত্র প্রেরণ করা হয়।

এরমধ্যে ঐ সরকারী জমি দখলকারী গিয়াস উদ্দিন সরকার গং ২০১৩ সালে হাইকোর্ট এ ৫২৭৭/২০১৩ রিট পিটিশন দাখিল করে। দীর্ঘদিন অতিবাহিত হলেও রীট নিস্পত্তি না করে পরিকল্পিতভাবে দীর্ঘসুত্রিতার মাধ্যমে সরকারী জমি দখল রাখার ষড়যন্ত্র করে আসছে ঐ চক্রটি।

এর অংশ হিসেবে গত ২৭ সেপ্টেম্বর ২০১৭ পুনঃরায় ঐ সরকারী জমি থেকে উচ্ছেদ নোটিশের কার্যকারিতা স্থগিত এবং ঐ জমির পুর্বাবস্থা বজায় রাখার স্বার্থে ঐ জমিতে উভয় পক্ষের অবস্থান, দখল বা ঐ জমি ব্যবহারের উপর ৬ মাসের স্থগিতাদেশ প্রদান করেন আদালত।

সরেজমিনে গিয়ে সেখানে আদলতের নির্দেশ অমান্য করে ইটভাটার যাবতীয় কর্মযজ্ঞ চালাতে দেখা গেছে। অভিযোগকারী এলাকাবাসী এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিএন/জহুরুল হক/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত