শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
ভুয়া সনদ

নীলফামারীতে অবৈধভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ

নীলফামারীতে অবৈধভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ

নীলফামারী, ২৮ নভেম্বর, এবিনিউজ : নীলফামারীর ডোমারে ভুয়া সনদের মাধ্যমে অবৈধভাবে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার কেতকিবাড়ী ইউনিয়নের চান্দখানা জি.আর.উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ মতে গত ১৮ ই জানুয়ারী ১৭ ইং তারিখে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজওয়ানুল কবীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে খানকায়ে কারামাতিয়া শরীফ মদীনাতূল উলুম আব্দুর রব দাঘিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক গোমনাতী ইউনিয়নের আমিনুর রহমানের ছেলে আতিকুর রহমান আতিককে চিঠি উক্ত বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদানের জন্য বলেন।তবে তার নিয়োগ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সহকারী প্রধান শিক্ষক হিসাবে সহকারী মৌলভী শিক্ষক আবেদন করতে পারবেন না বলে পরিপত্রে উল্লেখ থাকলেও তাকে কিভাবে নিয়োগ দেওয়া হলো সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের আটমাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার বেতন ছাড় হয়নি। সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের আগে আতিকুর রহমান একটি মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক হিসেব ছিলেন এবং দীর্ঘদিন বেতন উত্তোলন করেন। তবে মাদ্রাসায় সহকারী মৌলভী শিক্ষক হিসাবে থাকলেও আবেদনের সময় সে মৌলভী শিক্ষক হিসাবে প্রত্যয়ন জমা দেন। প্রধান শিক্ষক রেজওয়ানুল কবীর জানান প্রত্যয়ন পত্রে সে ঐ মাদ্রাসার সহকারী শিক্ষক হিসাবে আবেদন জমা দেন।

তিনি আরো জানান, বিধি মোতাবেক পরীক্ষার মাধ্যমে সে উর্ত্তীন হয়েছে। নিয়োগের ৮ মাসেও বিল না হওয়ার কারন জানতে চাইলে তিনি বলেন,প্রচুর কাজ থাকায় বর্তমানে তার বিল হচ্ছে না। তবে ৬ মাসের মধ্যে তার বিল খুলবে বলে তিনি জানান। এদিকে শান্তি মরিয়ম থেকেে সে বিএড করেছে সেই প্রতিষ্ঠানের সনদপত্র অচল কিনা জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন অচল কিনা তার জানা নেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনার কাছে এই বিষয়ে জানার জন্য তার অফিসে গেলে তাকে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত