বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বাউফলে গ্রাম আদালত সচেতনা বৃদ্ধিমূলক কর্মশালা

বাউফলে গ্রাম আদালত সচেতনা বৃদ্ধিমূলক কর্মশালা

বাউফলে গ্রাম আদালত সচেতনা বৃদ্ধিমূলক কর্মশালা

বাউফল (পটুয়াখালী), ২৮ নভেম্বর, এবিনিউজ : পটুয়াখালীর বাউফল গ্রাম আদালত সক্রিয় করন প্রকল্পের আওতায়” গ্রাম আদালত সস্পর্কে ব্যাপক সচেতনতা বাড়াতে স্থানীয় সরকার ও বেসকারি প্রতিষ্ঠানসমুহের ভ’মিকা শীর্ষক এক কর্মশাল উপজেলা পরিষদ মিলয়নায়তনে অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ওয়েভ ফাউন্ডেশন আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এর সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান,মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, সামসুল আলম মিয়া ,সমবায় অফিসার কামরুল ইসলাম,সমাজসেবা অফিসার মনিরুজ্জামান,এনজিও সম্মানয়কারী দেলোয়ার হোসেন,ওয়েভ ফাইন্ডেশনের প্রকল্প কর্মকর্তা বাদশা, প্রমুখ বক্তব্য রাখেন ।

বক্তরা বলেন,গ্রাম-গঞ্জের মানুষ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত মুখি হলে এবং ওই আদালতের বিচার ব্যবস্থায় মানুষ সন্তষ্ট হলে পুরো উপজেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখা সহজ হবে।এবং গ্রাম আদালতকে গ্রহনযোগ্য ও সক্রিয় করতে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে।

এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত