![ভেস্তে গেলো দশমিনায় রনগোপালদী ইউপি নির্বাচন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/28/potuakhali_abnews24_112921.jpg)
পটুয়াখালী, ২৮ নভেম্বর, এবিনিউজ : পটুয়াখালীর দশমিনা উপজেলার ১ নং রনগোপালদি ইউপি নির্বাচন গতকাল সোমবার স্থগিত করেছেন নির্বাচন কমিশন। এদিকে গতকাল পর্যন্ত ইউপি নির্বাচনের জন্য ৬ জন চেয়ারম্যান, ১৩ জন সংরক্ষিত (মহিলা) ও ৪২ জন সাধারন সদস্য পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে এ টি এম আসাদুজ্জামান হক, মো. জাকির হোসেন (আ’লীগ বিদ্রোহী),মো. জামাল মৃধা (আ’লীগ বিদ্রোহী),বিএনপির ধানের শীষ প্রতীকে মো. জাহিদ হোসেন মুকুল,
মোঃ ওবায়দুল হক বুলবুল (বিএনপি বিদ্রোহী) ও ইসা আন্দোলনের মনোনীত প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন। উপজেলা নির্বাহী অফিসার এস এম ফরিদ উদ্দিন স্থানীয় সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন কর্তৃক রনগোপালদি ইউপি নির্বাচন স্থগিত রাখার চিঠি ই-মেইল যোগে পেয়েছি। নির্বাচন কমিশনের উপ-সচিব মোঃ মাহাবুর রহমানের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, চলতি বছরের ২০ আগস্ট মহামান্য হাইকোর্টে একটি রিট মামলা দায়ের হয়। ওই মামলায় গতকাল সোমবার হাইকোর্টের বিজ্ঞ বিচারক নির্বাচন কমিশনকে ওয়ার্ড পূর্নবিন্যাস নিস্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন।
এবিএন/মু.জিল্লুর রহমান জুয়েল/জসিম/তোহা