কাউখালী (পিরোজপুর), ২৮ নভেম্বর, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে বিতর্কিতদের নিয়ে আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবলীগ। সম্মেলনে বক্তারা ওই কমিটিকে কাউখালীতে অবাঞ্ছিত ঘোষনা করেছেন। আজ মঙ্গলবার উপজেলা আওয়ামী যুবলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ওই সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের উপজেলা সাধারন সম্পাদক মো. নাসির উদ্দিন তালুকদার।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সভাপতি অধ্যক্ষ অলোক কর্মকার। আওয়ামীলীগের নীতি আদর্শের সাথে যাদের কোন নুনঃতম সম্পর্ক নেই সেইসব লোক দিয়ে কমিটি গঠন করে যুবলীগকে বিতর্কিত করা হচ্ছে। এসব লোক কখনো আওয়ামীলীগের পক্ষে কাজ করেনি উল্লেখ করে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. কাইউম, ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ড, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আমিনুর রশিদ মিল্টন, ছাত্রলীগের সাবেক সম্পাদক পলাশ সিকদার, ছাত্রলীগের সভাপতি মৃদুল আহমেদ সুমন, কৃষক লীগ, শ্রমিক লীগের সভাপতি সম্পাদক,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে পিরোজপুর জেলা আওয়ামীযুবলীগের সম্পাদক গাজী জিয়াউল হাসান বলেন তিনি কিছুই জানেন না।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা