বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

কাউখালী (পিরোজপুর), ২৮ নভেম্বর, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকার আইন সংরক্ষণ আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর পিরোজপুরের উদ্যোগে ও কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ি ও সামাজিক উদ্যোক্তারা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, সহকারী কমিশনার (ভূমি) মাধবী রায়, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, ইউপি চেয়ারম্যান শামসুদ্দোহা চান, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক (অতিরিক্ত) শাহ শোয়াইব মিয়া, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সুমন প্রমূখ। কর্মশালায় ভোক্তা অধিকার আইন সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে সকলকে সচেতন ও উদ্যোগী হওয়ার বিষয়ে সুপারীশমালা গ্রহণ করা হয়।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত