![ডিমলায় ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় এক শিশু নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/28/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_112940.jpg)
ডিমলা (নীলফামারী), ২৮ নভেম্বর, এবিনিউজ : নীলফামারীর ডিমলা উপজেলায় ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় তামান্না (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তামান্না ডিমলা সদর ইউনিয়নের বাবুর হাট হাজীপাড়া গ্রামের সোলায়মান আলীর মেয়ে । আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় ডোমার-ডিমলা সড়কের ডিমলা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কাশেমের বাড়ির সামনে এ দূঘটনা ঘটে।
ডিমলা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কাশেম সরকার জানান সকালে বাসা থেকে বের হয়ে বাড়ির সাথে লাগানো রাস্তা পার হচ্ছিলো তামান্না। এসময় ডোমার থেকে আসা একটি অটোরিক্সা সামনে থেকে তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আশস্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ডিমলা সদর হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো বলেন,অটোরিক্সা ও এর চালক ডোমারের মেলাপাঙ্গা গ্রামের মোকছেদ আলীর ছেলে শাহিনুরকে আটক করা হয়েছে । এ বিষয়ে (ওসি) তদন্ত মোঃ মফিজ শেখ ঘটনাস্থল পরিদর্শণ করেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে কারো কোন অভিযোগ না থাকায় স্থানীয় ভাবে মিমামংশা হয়।
এবিএন/বাদশা সেকেন্দার ভুট্টু/জসিম/তোহা