সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • ফেনীতে আইজিপি কাপ কাবাডি ফাইনাল: সদর উপজেলা দল চ্যাম্পিয়ন

ফেনীতে আইজিপি কাপ কাবাডি ফাইনাল: সদর উপজেলা দল চ্যাম্পিয়ন

ফেনীতে আইজিপি কাপ কাবাডি ফাইনাল: সদর উপজেলা দল চ্যাম্পিয়ন

ফেনী, ২৮ নভেম্বর, এবিনিউজ : ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে আইজিপি কাপ কাবাডি টুর্ণামেন্টের ফাইনাল ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টে দাগনভূঞা উপজেলা দলকে হারিয়ে সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার। কাবাডি উপ-কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন ডালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মাঝে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) নাজমুস সাকিব, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খাঁন চৌধুরী, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, ফেনী মডেল থানার (ওসি) তদন্ত শহীদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শাহেদ উদ্দিন মিল্লাত, হারুনুর রশিদ মজুমদার, জহির উদ্দিন মাহমুদ মুকুট, গোলাম রাব্বানী, আমজাদ হোসেন বিপ্লব, সজীব হাজারী প্রমুখ। শেষে উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি তুলে দেন।

ফাইনাল খেলায় ফেনী সদর উপজেলা দল ৫৮ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় এবং দাগনভূঞা উপজেলা দল ৪২ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়। আগামী ৮ ডিসেম্বর ফেনী জেলা পর্যায়ে বিজয়ী দল মৌলভীবাজার স্টেডিয়াম মাঠে বিভাগীয় পর্যায়ে কাবাডি খেলায় অংশগ্রহণ করবে। একইদিন সকালে আইজিপি কাপ কাবাডি টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। উক্ত টুর্ণামেন্টে জেলার ৬টি উপজেলা দল অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন- গোলাম হায়দার মজুমদার ও দীপক চন্দ্র নাথ।

এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত