শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কলাপাড়ায় সিপিপি কর্মীর মৃত্যুতে শোক র‌্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় সিপিপি কর্মীর মৃত্যুতে শোক র‌্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় সিপিপি কর্মীর মৃত্যুতে শোক র‌্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী), ২৮ নভেম্বর, এবিনিউজ : কলাপাড়া উপজেলার ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচি (সিপিপি) ডেপুটি টিম লিডার এবং টিয়াখালী ইউনিয়নের টিম লিডার, নিবেদিত প্রান দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী মেজবাহ উদ্দিন বাবুলের স্মরণে শোক র‌্যালি, স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সিপিপি’র স্বেচ্ছাসেবকদের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে স্বেচ্ছাসেবকসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গের অংশগ্রহনে প্রথমে শোক র‌্যালি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শোক র‌্যালিটি উপজেলা চত্বরে শেষ হয়।

এরপর মেজবাহ উদ্দিন বাবুলের কর্মময় জীবন নিয়ে উপজেলা পরিষদের হলরুমে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির উপজেলা দলনেতা আবদুল মোতালেব তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আ. লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহামেদ, উপজেলা আ. লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, সুশাসনের জন্য নাগরিক-সুজনের উপজেলা সভাপতি শামসুল আলম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, ঢাকা প্রবাসী কলাপাড়া উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন সানু, বালিয়াতলী ইউনিয়নের সিপিপি দলনেতা মো. মহিউদ্দিন ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির স্বেচ্ছাসেবক ও সংবাদকর্মী নেছারউদ্দিন আহমেদ টিপু।

বক্তারা বলেন, ‘মেজবাহ উদ্দিন বাবুল উপকূলের মানুষের সেবায় অগ্রদূত হিসেবে পরিচিত ছিলেন। দুর্যোগের সময় জীবনের ঝুঁকি নিয়ে মেগাফোন হাতে নিয়ে ঝড়ের সতর্ক সংকেত মানুষের কাছে পৌঁছে দিতেন। তিনি দীর্ঘ ৪৫ বছর দুর্যোগ থেকে মানুষকে রক্ষায় কাজ করেছেন। মৃত্যুর দিন পর্যন্ত অত্যন্ত সাদামাটা জীবনযাপন করেতেন তিনি’।

উল্লেখ্য, ২০ নভেম্বর কলাপাড়া পৌর শহরের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

এবিএন/তুষার হালদার/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত