![সোনাগাজীতে ডাকাতের সাথে বন্দুক যুদ্ধের দাবী পুলিশের](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/29/abnews-24.bbbbbbbbbbbbbbbb_113020.jpg)
ফেনী, ২৯ নভেম্বর, এবিনিউজ : সোনাগাজীর আমিরাবাদ ইউপির সফরপুর গ্রামে পুলিশের টহল দলের উপর গুলি বর্ষন করেছে ডাকাত দল এমনটা দাবী করেছেন মডেল থানার ওসি হুমায়ুন কবির।বুধবার দিবাগত রাত ২ টার সময় হামলার ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে আহতবস্থায় অস্ত্রসহ ২ ডাকাত কে গ্রেফতার ও ৩ পুলিশ সদস্য আহত হয়েছে জানিয়েছেন ওসি। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,সাম্প্রতিক সময় সফরপুর গ্রামে চুরি ডাকাতির বেশ কয়েকটি ঘটনা ঘটলে এলাকাবাসি ক্ষুব্ধ হয়ে উঠে।তারা চুরি ডাকাতি রোধে রাতে ওই এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানান।এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে গত কয়েক দিন থেকে রাতে পুলিশ ওই এলাকায় টহল জোররদার করে।
মডেল থানা সুত্রে জানা গেছে,সফরপুরে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে ওসি হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ একটি দল টহল দিতে গেলে ডাকাত দল পুলিশের উপর গুলি বর্ষন শুরু করে।জানামাল রক্ষার্থে পুলিশ পাল্টা গুলি বর্ষন করলে ডাকাত দল পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাসি চালিয়ে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ২ ডাকাত কে একটি এলজি বন্দুক ও ২ রাউন্ড গুলি সহ আটক করে পুলিশ।পাল্টা-পাল্টি গুলি বর্ষনের ঘটনায় ওই সময় এএসআই সেলিম মিয়া সহ ৩ পুলিশ সদস্যও আহত হয়।
আটককৃত ডাকাতরা হলো দাগনভুঞা উপজেলার সেকান্তরপুর গ্রামের নুরুল আমিনের পুত্র নুরুল হুদা সুজন ও ফেনী সদর উপজেলার দৌলতপুর গ্রামের মো. ইলিয়াছের পুত্র নজরুল ইসলাম স্বপন।
গুলিবিদ্ধ ২ ডাকাতকে চিকিৎসার জন্য পুলিশের প্রহরায় প্রথমে ফেনী আধুনিক সদর হাসপাতাল ভর্তি করা হলে তাদের অবস্থার অবনতি হলে বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানিয়েছেন, আটক ডাকাত সুজন আন্ত: জেলা ডাকাত দলের দলনেতা।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা,চুরি,ডাকাতির ১০/১২ টি মামলা রয়েছে।তার বাড়ি দাগনভুঞা হলে বৈবাহিক সুত্রে সে সোনাগাজীর লক্ষীপুর গ্রামে শ্বশুর বাড়ীতে অবস্থান করে এলাকায় অপরাধের সাথে জড়িয়ে পড়ে।অপর ডাকাত স্বপনের বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা রয়েছে।
ওসি দাবী সমর্থন করে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, ডাকাত সুজন লক্ষীপুর গ্রামের গাড়ীওয়ালা বাড়ীর শামছুল জামাতির মেয়েকে বিয়ে করে স্থায়ীভাবে এলাকায় অবস্থান করে দির্ঘদিন যাবৎ চুরি,ডাকাতি করছে।এলাকায় সে জামায়াত ক্যাডার ও সিরিয়াল কিলার হিসেবে পরিচিত।তবে আটক স্বপনের বিরুদ্ধে এলাকায় তেমন অভিযোগ না থাকলেও সে মাদক সেবনের সাথে জড়িত বলে জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে আটক ২ জনের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা জানান,পুলিশ তাদের কে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ী থেকে গ্রেফতার করে এবং রাতে ঠেকিয়ে গুলি করে বন্দুক যুদ্ধের নাটক সাজিয়েছে।
আহত পুলিশ সদস্যরা বুধবার দিবাগত রাত ৩ টার সময় সোনাগাজী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাক্তার নুরুল আলম।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/তোহা