রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

গাজীপুরে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

গাজীপুরে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

গাজীপুর, ২৯ নভেম্বর, এবিনিউজ : গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় সুলতান মিয়া (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান মিয়া শ্রীপুর উপজেলার ধনুয়া বড়চালা এলাকার লিয়াকত আলীর ছেলে।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিল সুলতান মিয়া। এ সময় দ্রুত গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। তিনি আরও বলেন, নিহতের পরিবারে আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত