বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মেলান্দহের স্কুল ছাত্রী ধর্ষকদের গ্রেপ্তার দাবীতে মানববন্ধন

মেলান্দহের স্কুল ছাত্রী ধর্ষকদের গ্রেপ্তার দাবীতে মানববন্ধন

মেলান্দহের স্কুল ছাত্রী ধর্ষকদের গ্রেপ্তার দাবীতে মানববন্ধন

জামালপুর, ২৯ নভেম্বর, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে গণধর্ষিতা সেই স্কুল ছাত্রী(১৪)’র ধর্ষকদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল-মানববন্ধন করেছে। আজ ২৯ নভেম্বর দুপুর ২টায় শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সূধিমহল মানববন্ধনের আয়োজন করে। শ্যামপুর হাইস্কুল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শ্যামপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জামালপুর-দেওয়ানগঞ্জ বিশ্বরোডে ঘন্টাব্যাপী মানববন্ধন করে। এ সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-শ্যামপুর হাই স্কুলের সভাপতি খলিলুর রহমান, পৌরআ’লীগের সভাপতি-প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, শ্যামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, বালুরচর হাই স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মনি প্রমুখ। বক্তারা আসামীদের গ্রেপ্তার নাকরায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেছেন।

উল্লেখ্য, ২৩ নভেম্বর সকালে শ্যামপুর স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী নিজবাড়ি নয়ানগর থেকে প্রাইভেট পড়ার যাবার পথে মেঘারবাড়ি গ্রামের মোজ্জাম্মেল হকসহ ৩/৪জনে মুখে রুমাল চেপে অজ্ঞান করে। এরপর সিএনজিতে তোলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। দুইদিন পর ওই ছাত্রীকে অচেতন অবস্থায় দুরমুঠ রেলস্টেশনের পরিত্যাক্ত বগিতে রেখে লম্বটরা কেটে পড়ে। জ্ঞান ফিরলে ধর্ষিতার আর্তচিৎকারে স্থানীয়দের সহায়তায় স্বজনরা পুলিশকে নিয়ে ঘটনাস্থল থেকে উদ্বার শেষে মেলান্দহ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবণতি হলে ধর্ষিতাকে জামালপুর হাসপাতালে ভর্তি করে। ইতোমধ্যেই ধর্ষিতার শারীরিক পরিক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ ব্যাপারে ধর্ষিতার পিতা সিদ্দিক আলী বাদি হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করলেও পুলিশ রহস্যজক কারণে আসামীদের গ্রেপ্তার করছে না।

এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত