![তারাগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/29/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_113046.jpg)
তারাগঞ্জ (রংগঞ্জ), ২৯ নভেম্বর, এবিনিউজ : আজ বুধবার স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ফিষ্টুলা বিষয়ক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। “বিলম্বিত প্রসব রোধ করি ফিষ্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি” ল্যাম্ব এর আয়োজনে সভায় চল্লিশ জন ধাত্রী টিবিএ সিএসবিএ মহিলাকে এক দিনের ফিষ্টুলা বিষয়ক ধারনা দেন। এসময় উপস্থিত ছিলেন ইউএইচএফও মোস্তফা জামান চৌধুরী,ইউএফপিও হোসনেআরা বেগম,টিসি আশরাফুল আলম মন্ডল,টিও ইছারব হোসেন,এইচ আই বিব্রত কুমার প্রমুখ।
এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/তোহা